ভারতের বিভিন্ন রাজ্যের উপজাতি

উপজাতির নামবসবাসের অঞ্চল
আভােরআসাম , অরুণাচল প্রদেশ , মিজোরাম ইত্যাদি।
আদিবাসীছত্তিশগড়
ভিলমধ্যপ্রদেশ , রাজস্থান, অন্ধ্র প্রদেশ, কর্ণাটক, ত্রিপুরা
ভােটিয়াউত্তরাখণ্ড , সিকিম , পশ্চিমবঙ্গ, ত্রিপুরা
বীরহােরমধ্যপ্রদেশ , ছত্তিশগড় , ঝাড়খণ্ড , ওড়িশা, বিহার
গারাে, খাসি, জয়ন্তিয়ামেঘালয় , আসাম , ত্রিপুরা
গােণ্ডমধ্যপ্রদেশ , ঝাড়খণ্ড , অন্ধ্রপ্রদেশ , ওড়িশা
গুজ্জরজম্মু ও কাশ্মীর , হিমাচল প্রদেশ
ইরুলাতামিলনাড়ু
জারােয়া, ডঙ্গি, শোম্পেন, সেন্টিনিলিসআন্দামান ও নিকোবরদ্বীপ
খােন্তওড়িশা
কোলমধ্যপ্রদেশ , মহারাষ্ট্র, ঝাড়খন্ড, উত্তর প্রদেশ
কোলামঅন্ধ্রপ্রদেশ
কোটাস, টোডাসনীলগিরি ( তামিলনাড়ু )
কুকিমণিপুর , আসাম , নাগাল্যান্ড , ত্রিপুরা
লেপচাসিকিম
লুসাইমিজোরাম , ত্রিপুরা
মুরিয়াছত্তিশগড়, মধ্য প্রদেশ
মিকির, রাভিআসাম
মুণ্ডাঝাড়খণ্ড , পশ্চিমবঙ্গ , ওড়িশা , ত্রিপুরা , ছত্তিশগড়
নাগানাগাল্যান্ড
ওঁরাওঝাড়খণ্ড , ছত্তিশগড় , ওড়িশা , পশ্চিমবঙ্গ
সাঁওতালপশ্চিমবঙ্গ , ঝাড়খণ্ড , ওড়িশা
বাদাগাসতামিলনাড়ু
বৈগমধ্যপ্রদেশ
চাকমাত্রিপুরা, আসাম
চেলুঅন্ধ্রপ্রদেশ , ওড়িশা
গাছিহিমাচল প্রদেশ
টোটোপশ্চিমবঙ্গ
উরালিসকেরালা
দিমাসা আসাম
কুরুম্বাসকেরালা
সবরবিহার ও ঝাড়খন্ড
অঙ্গেসআন্দামান ও নিকোবর
গাদ্দিস হিমাচল প্রদেশ
সিঙ্ঘপোঅরুণাচল প্রদেশ
সেমানাগাল্যান্ড
আপাতানিসতামিলনাড়ু
অসুরপশ্চিমবঙ্গ
লহউলাসহিমাচল প্রদেশ
অঙ্গমি আসাম ও নাগাল্যান্ড
বাকারওয়ালজম্মু ও কাশ্মির
মোপ্লাহসকেরালা